নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে কাঁচপুর ওমর আলী স্কুলের মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।
কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার।
বিশেষ অতিথি হিসেব ছিলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,কাঁচপুর ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন, সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর) বাবু, কাঁচপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিসিক শিল্পনগরী মালিক সমিতির সভাপতি সবুর খান,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য নূরে আলম খান, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক লিটন খান,স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা।
কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সহ-সভাপতি মতিউর রহমান,যুবলীগ নেতা আল আমিন খাঁন জিতু, শাকিল, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক মনির হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার কর্মী সমর্থকরা।