নিউজ ডেস্ক : বন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
শনিবার (২৮ জানুয়ারী) বিকেল ৩টায় বন্দর সমরক্ষেত্র মাঠে এ সম্মেলন অনু্িষ্ঠত হয়।
বন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন।
উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কমিটির সদস্য মোঃ আনিসুর রহমান টিপু।
বন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ ফয়সাল কবিরের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীরীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বন্দর উপজেলা আওয়ামীরীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সমিতি সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আজিজুল হক আজিজ, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ গাজী এম.এ সালাম,বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শালিমা হোসেন শান্তা প্রমুখ।
বন্দর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,ধামগড় ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সানোয়ার হোসেন বিল্পব, সাধারণ সম্পাদক রহিম বাদশা, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আক্তার হোসেন,সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ধামগড় ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ রনি, তাওলাদ হোসেন,, গনি মাসুম, সহ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে আওয়ামী সেচ্ছাসেবক লীগ বন্দর উপজেলার শাখার সভাপতি পদে মোঃ ফয়সাল কবির ও সাধারণ সম্পাদক পদে আব্দুল আলী নির্বাচিত হয়েছে । একই সাথে সহ-সভাপতি পদে আক্তারুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে সিপন প্রধানকে নির্বাচিত করা হয় ।