নিউজ ডেস্ক :
নাসিক ২৭নং ওয়ার্ডের (বন্দরের) ঐতিহ্যবাহী কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকালে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্কুলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস পালিত হয়েছে।
অত্র স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন, ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি শাহ গোলাম রব্বানী ও মুহাম্মদ তায়ফুর রহমান বাবুল, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মোসামৎ রেক্সোনা, অভিভাবক সদস্য মঞ্জুর আলম, সাবেক সদস্য আব্দুল কাইয়ুম, স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সমবেত সকলকে নিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মুনাজাত করা হয়