নিউজ ডেস্ক
১৭ই মার্চ ২০২৩। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ দিবস উপলক্ষ্যে সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী হায়দার। বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুইটি নাম একি সুতায় গাঁথা। এ মহান নেতার জন্ম না হলে হয়ত আমরা স্বাধীনতার স্বাদ পেতামনা। তিনি ৭ই মার্চ ১৯৭১ সালে রেইসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন মূলত সেটাই ছিল বাঙ্গালীর মুক্তির সনদ ও স্বাধীনতার ঘোষণা। তাই স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক তৈরী করা কোন সুনাগরিকের গুণাবলী হতে পারে না। এই মহান নেতার জন্মদিন উপলক্ষ্যে আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
আসুন বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি, মাদক, সন্ত্রাস ও ক্ষুধা-দারিদ্রতা মুক্ত একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাই’।