নিউজ ডেস্ক ঃ সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মী সভা উপলক্ষে ইফতার ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
৩১শে মার্চ শুক্রবার বিকেলে ধন্দীর বাজারে নোয়াগাঁও ইউনিয়ন জাপা সভাপতি শাহিন মোল্লা ও জাপা নেতা আব্দুল কাইয়ুমের উদ্যোগে এবং নোয়াগাঁও ইউনিয়ন ১নং ওয়ার্ডের জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের সৌজন্যে এ আয়োজন করা হয়।
এ সময় সভাপতিত্ব করেন নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেওয়ান উদ্দিন চুন্নু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ – ৩ আসনের মাননীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু।
এসময়ে আরো উপস্থিত ছিলেন , জাতীয় পার্টির নেতা ফজলুল হক মনি, বারদি ইউনিয়ন জাপার সাঃ সম্পাদক মো: জাকির সরকার, ৪ নং ওয়ার্ডের মেম্বার মো: জহিরুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের মেম্বার সাকিব হাসান জয় মেম্বার, নাছিমা বেগম মেম্বার, মিনারা খাতুন মেম্বার, জায়েদা মেম্বার, জাপা নেতা মাইনুদ্দিন ভূইয়া, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাষ্টার, মো: শাহ আলম, তাহের ফকির, শহীদ সরদার, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কালাম প্রমুখ।
অনুষ্ঠন সঞ্চালনায় ছিলেন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য, নোয়াগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন সেচ্চাসেবকপার্টির সাধারণ সম্পাদক রিয়াদ হাসান ফকির।
অনুষ্ঠান শেষে নোয়াগাঁও ইউনিয়ন ১নং ওয়ার্ডের অবসর প্রাপ্ত সার্জেন্ট আনিসুর রহমান ভূইয়াকে সভাপতি ও আব্দুল কাইয়ুমকে সাধারণ সম্পাদক ও রিয়াদ হাসান ফকিরকে সাংগঠনিক সম্পাদক করে জাপার নতুন কমিটি ঘোষণা করা হয়।
এ সময় প্রায় ৪’শত জনকে ইফতার বিতরণ ও দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।