
নিউজ ডেস্ক ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তেইশ হাজার পাঁচশত পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেফতারকৃত পারভেজ কক্সবাজার সদর পৌরসভা ১০ নং ওয়ার্ড’র মোঃ আবু মিয়ার ছেলে।
সোমবার (৩রা এপ্রিল) ভোর রাত ৪ টা ৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘনা টোলপ্লাজা সংলগ্ন আষারিয়ারচর পুলিশ চেকপোস্ট এর সামনে থেকে ২৩,৫০০ পিচ ইয়াবাসহ মোঃ পারভেজ (২৮) কে গ্রেফতার করে পুলিশ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন জানান, নারায়নগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে ২৩ হাজার ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মাদক কারবারি চক্রের সাথে জড়িত বাকি সদস্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।