নিউজ ডেস্ক ঃ
সারাদেশে নির্মাণাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে চতুর্থ পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ( সোনারগাঁ মডেল মসজিদ সহ) শুভ উদ্বোধন করা হয়।
সোমবার (১৭ এপ্রিল) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শোখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালী ৫০ টি মসজিদের শুভ উদ্বোধন করেন।
সোনারগাঁয়ে সংযুক্ত থেকে মাননীয় প্রধান মন্ত্রীর পক্ষে উদ্বোধন করেন নারায়নগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামছুল ইসলাম ভূইয়া, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আজিজুল হক, নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান-উল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, উপজেলা পরিষদের অফিসার বৃন্দ ও ইসলামিক ফাউন্ডেশনের কর্ম কর্তাগন উপস্থিত ছিলেন।