নিউজ ডেস্ক ঃপবিত্র ঈদ -উল ফিতর উপলক্ষে সোনারগাঁও উপজেলা সর্বস্ততরের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও উপজেলা কাঁচপুর এ্যাপোলো হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোঃ মাসুম বিল্লাহ।
পবিত্র মাহে রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা সন্তুষ্টি চিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন। একমাত্র মহান আল্লাহর পাকের সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায়।
তিনি বলেন রমজান হলো রহমত বরকত ও নাজাতের মাস। কেননা পাপী বান্দার গুনাগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্নতার ক্ষেত্রে আত্বশুদ্ধি তৈরী করে। রোজা পাপাচার থেকে বিরত রাখে ও তাকওয়া অর্জনে পূর্নাঙ্গ ভাবে জীবন গড়ার সহযোগিতা করে।
তিনি আরো বলেন, আমি মাহে রমজানে দেশবাসীর জন্য সুখ- শান্তি ও কল্যান কামনা করি। সেই সাথে সবাইকে মাহে রমজান শেষে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিজ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।