নিউজ ডেস্ক ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দরিদ্র কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।
বুধবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের এলাহি নগর এলাকায় দরিদ্র কৃষক আঃ কাদির জিল্লুর রহমান দুই বিঘা জমির বোরো ধান কেটে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।
এতে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বিপি জামির হোসেন রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিন,
সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আসিফ আহমেদ আনিস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শামিম, রুবেল শিপু, আল আমিন, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী সফিউল বাশার বাবু, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আবদুস সালামসহ স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতকর্মীরা।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আসিফ আহমেদ আনিস বলেন, ‘বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় আমরা উপজেলা অস্বচ্ছল কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছি। পুরো বোরো মৌসুমে এ কর্মসূচি অব্যাহত থাকবে।’