শাহিন সাকি ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দরিদ্র কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী হায়দার এর নেতৃত্বে
বুধবার (৭ মে) বেলা সাড়ে ১০টার দিকে সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের এলাকায় দরিদ্র কৃষক মইদুল্লাহ এর জমি ও শম্ভুপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগ কর্মী মৃত ডালিম মিয়ার ও হতদরিদ্র কৃষক বাবুল মিয়ার জমির বোরো ধান কেটে দিয়েছে আওয়ামী যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময়ে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার।সনমান্দী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আল মামুন, সনমান্দী ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ,যুবলীগ নেতা আক্তার হোসেন , ইভান,, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম সাব্বির , উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম সোয়ান আহমেদ ,উপজেলা ছাত্রলীগ নেতা , মেরাজুল ইসলাম রাসেল ,সনমান্দী ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসানুল ইসলাম শপথ,সনমান্দী ইউনিয়ন ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় , বিল্লাল হোসেন সিফাত , সাকিব , সোহান,মাসুম মোল্লা,ইমন ,স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম হোসেন সাগর ,আরিফ, ইমরান সহ অসংখ্য নেতকর্মীরা উপস্থিত ছিলেন,
এসময় সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাই এর নির্দেশনায় আমরা উপজেলা অস্বচ্ছল কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছি। পুরো বোরো মৌসুমে এ কর্মসূচি অব্যাহত থাকবে।