
নিউজ ডেস্ক ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ আলাউদ্দিন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর কালিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলাউদ্দিন সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর কালিবাড়ি এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জাকির রাব্বানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান করে ২০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।