নিউজ ডেস্ক ঃ
বন্দর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ধামগড় ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন এবং ধামগড় ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও অত্র ইউপি'র ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ বাবুল হোসেনের নেতৃত্বে অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে।
তার অংশ হিসেবে ধামগড় ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ কামাল হোসেনের বরাদ্দ থেকে (১৭ জুন) শনিবার সকালে অত্র ওয়ার্ডের কামরাবো এলাকার আঃ বারেক মিয়ার দোকান থেকে আঃ রউফ মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ১৭৭ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রশস্ত একটি রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
এ রাস্তা দিয়ে কাজীপাড়া, পাঠানবাড়ি, নয়াবাড়ি ও হালুয়াপাড়ার শত শত এলাকাবাসী চলাফেরা করে এবং এই রাস্তাটির উন্নয়নের মাধ্যমে উল্লেখিত এলাকাবাসীর চলাচল ব্যবস্থা সুগম হবে বলে জানা গেছে।