শুভেচ্ছা বার্তা ঃ
বন্দর উপজেলাবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার আগাম অফুরন্ত শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন,বন্দর উপজেলা মুছাপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ।
ঈদুল আযহা উপলক্ষ্যে এক শুভেচ্ছা বিবৃতিতে তিনি জানান ‘সর্বস্তরের সকলকে, এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ-উল-আযহার অফুরন্ত শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
ঈদুল আযহা ত্যাগের মানসিকতা ও ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়। এমনকি ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাইকে আনন্দের এক সূতায় বেধে দেয়। আসুন সকলে একে অপরের সুখে দুঃখে পাশে থাকি এবং সুন্দর সমাজ গড়তে একতাবদ্ধ থাকি। সবাইকে জানাই ঈদ মোবারক’।এবং মুছাপুর ইউনিয়ন বাসীকে বলবো কুরবানীর বজ্র যাতে আমরা নির্দিষ্ট স্থানে ফেলি পরিবেশের দূষণ না করি,প্রয়োজনে বজ্র মাটিতে পুঁতে রাখতে পারি,আমরা সকলে পশু কুরবানীর পর যথাযথ সময়ের মধ্যে তা পরিষ্কার করে ফেলতে ফেলবো।