নিউজ ডেস্ক ঃ
বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের আমৈর কান্দাপাড়ার মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
(৫ জুলাই) বুধবার বিকেলে ধামগড় ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের আমৈর কান্দাপাড়া মাঠ প্রঙ্গানে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আয়োজন করা হয়।
খেলায় লাল দল ৩-০ গোলের ব্যবধানে সবুজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
উক্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেখ রাসেল ক্রীড়া একাডেমী কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ধামগড় ইউপি’র ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আয়নাল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান, আলহাজ্ব আজিজুল হক (আজিজ) এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শরিফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুল হক (আজিজ) বলেন, ‘মাদক ও যে কোন অপকর্ম থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলায় ও ভালো কাজে বেশী বেশী মনোনিবেশ করতে হবে এবং আলোকিত সমাজ গড়তে একসাথে কাজ করতে হবে। খেলা অনেক উপভোগ্য ছিলো। দুই দলই যথেষ্ঠ ভালো খেলেছে এবং আমাদের আনন্দ দিয়েছে।
সমাজসেবক মঞ্জুর হাসানের পরিচালনায় এসময় সিনহা স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক আব্দুল আজিজ, ধামগড় ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, যুবসংহতি নেতা খবির হোসেন, আওয়ামী লীগ নেতা ডাঃ রেজাউল করিম, জাকির হোসেন দেওয়ান, শ্রমিক পার্টি নেতা রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা আল আমিন প্রধান সহ এলাকার ময়মুরুব্বি গন উপস্থিত ছিলেন।