
নিউজ ডেস্কঃ-এশিয়ান নারী ও অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে বেশ কিছু অসহায় পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মোগড়াপাড়া বাজার বুধবার ( ০২ আগষ্ট ) বিকেলে এই কর্মসূচি পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া,উদ্ধোধক ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ আলী, প্রধান আলোচক ছিলেন পল্ট্রি এসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম খোকন,এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ এর যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, ,সাবেক পুলিশ কর্মকর্তা ও সভাপতি সোনারগাঁ শতদল নাট্য ও সমাজ কল্যাণ সংঘ,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিপন সরকার, জনকল্যাণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সাগর আহম্মেদ লিটন সাধারণ সম্পাদক মোঃ শাহিন,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির বন্দর শাখার সাধারণ সম্পাদক গাজী শাহ আলম,জনকল্যাণ সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদুল্লা নয়ন সহ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় সদস্য,ফারহান আজম রেশমী, মোহাম্মদ ফরিদ গাজী, ফারজানা আক্তার মুন্নি,ফয়েজ আহমেদ, ফরহাদ সহ প্রমুখ।