শাহিন সাকি ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন সাবেক কেন্দ্রীয় আ.লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক উপকমিটির সদস্য দীপক কুমার বনিক(দীপু)।
মঙ্গলবার (১৫ই আগষ্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু ও তার পরিবাররের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বিল্লাল হোসেন বেপারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসিন ,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ সোহান মোল্লা,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কাঁচপুর ইউনিয়নের সভাপতি কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক পারভেজ সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ প্রমুখ।