
নিউজ ডেস্ক ঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আগস্ট ) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১,২,ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এই জাতীয় শোক দিবস অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ ফিরোজ্জামান মোল্লার সভাপতিত্বে ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বাবুল সরদারের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামছুল ইসলাম ভূইয়া, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
আরো উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নেকবর হোসেন নাহিদ,বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আব্দুস সাত্তার, পিরোজপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডে ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন,১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা,এম এ সালাম ভূইয়া, আব্দুল আজিজ সরকার, আবুল হোসেন, তাইজউদ্দিন মুন্সি, মোঃ স্বপন,মোঃ শহিদুল্লাহ, সোহেল সিকদার, আলী হোসেন মিজানুর রহমান, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস,যুবলীগ নেতা মোঃ জসিম,রাসেল সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ,ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।