1. admin@newsswadeshbangla24.com : admin :
সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৬ বছর পূর্তি পালিত - নিউজ স্বদেশ বাংলা
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে বন্দর উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান তৃণমূল নেতাকর্মীদের স্বপ্নকে মূল্যায়ন করেছেন: বিএনপির নির্বাহী সদস্য মান্নান নারায়ণগঞ্জ-৩ বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,তাজরুল ইসলাম তাজুল তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় মানুষের ঢল সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি সোনারগাঁয়ে যুব দলের আহবায়ক স্বপনের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাড়ি বহর নিয়ে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত সোনারগাঁয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সম্মুখযোদ্ধা হচ্ছে যুবদল -খাইরুল ইসলাম সজিব সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৬ বছর পূর্তি পালিত

  • প্রকাশিত সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

নিউজ ডেস্ক ঃনারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৬ বছর পূর্তি ও ৩৭ বছরে পদার্পণ উৎসব পালিত হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপী আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব পালিত হয়।

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৬ বছর পূর্তি উপলক্ষে পায়রা উড়িয়ে, কেক কেটে ও গুণীজন সম্মাননা প্রদানের মাধ্যমে দিনটি উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সোনারগাঁও উপজেলা শিল্প কলা একাডেমির নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন-সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন-সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আহসানউল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, ঢাকা কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি ছগির আহম্মেদ, কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন সরকার, সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির, জামপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা, সোনারগাঁও প্রেস ক্লাবের উপদেষ্টা একে এম মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম রিপন, সাবেক আহ্বায়ক মাসুদ শায়ান, সোনারগাঁও আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তফা কামাল নীলু, সোনারগাঁও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ সোহাগ রনি, মো. জাকির হোসেন, সোনারগাঁও আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু বকর সিদ্দিক মোল্লা, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মহিলা আওয়ামীলীগের উপজেলা সভাপতি অ্যাডভোকেট নুরজাহান বেগম৷ পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফিরোজ্জামান মোল্লা, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি শাহেদ কায়েস, সোনারগাঁও উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মতিউর রহমান, কমার্স ব্যাংক সোনারগাঁও শাখার ব্যবস্থাপক আবু ইউসুফ, উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, স্বেচ্ছাসেবকলীগ সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, লেখক মোহাম্মদ মহসিনসহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ স্বদেশ বাংলা
Theme Customized By Shakil IT Park