ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে সোনারগাঁ উপজেলা আ’লীগের দোয়া
নিউজ ডেস্ক ঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘটিকায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অত্র উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে সোনারগাঁ উপজেলার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মোঃ সোহাগ রনি,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নেকবর হোসেন নাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল নিলু,
জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহাবুবুর রহমান বাবুল, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার,সোনারগাঁও উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হাজী মোঃ আবদুস সাত্তার, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজীব, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর,স্বেচ্ছাসেবক লীগ নেতা হৃদয় প্রধান, সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।