
নিউজ ডেস্ক ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হিন্দু ধর্মাম্বলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ৮টি পূজা মন্ডপে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজ্বী শাহ-মো. সোহাগ রনি।
২১অক্টোবর শনিবার সকালে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ৮টি পূজা মন্ডবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রত্যেক পূজা মন্ডবে ৫০ কেজি চিনিগুড়া পোলাও চাল, ১৫ কেজি মশুরী ডাল, পাঁচ লিটার সয়াবিন তেল পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সোনারগাঁও শাখার সভাপতি লোকনাথ দত্তের সভাপতিত্বে মতবিনিময় সভা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ সোহাগ রনি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ্ জামাল তোতা। বীর মুক্তিযোদ্ধা শাফিউর রহমান শাফি, দমদমা পঞ্চায়েত কমিটির সভাপতি সৈয়দ হোসেন প্রধান। সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য শেখ আলমগীর হোসেন। খাদ্য সামগ্রি বিতরণে মোগরাপাড়া ইউনিয়নের ৮টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় প্রধান অতিথির বক্তব্যে সোহাগ রনি বলেন, শারদীয় দূর্গা পুজার জন্য সোনারগাঁও উপজেলায় ৩৩টি পূজা মন্ডপ রয়েছে। তার মধ্যে আমাদের মোগরাপাড়ায় রয়েছে ৮টি পূজা মন্ডপ। যেহেতু দূর্গাপুজা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। তাই প্রতি বছরের ন্যায় ধর্ম বর্ণ নির্বিশেষে পূজা উপলক্ষে মোগরাপাড়া ইউনিয়নের প্রত্যেক পূজা মন্ডপে খাদ্য সামগ্রী বিতরণ করি। এবারও আমার নিজ উদ্যোগে পূজা উদযাপনের জন্য ৮টি পূজা মন্ডপে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। পূজা কমিটির উদ্দেশ্যে বলেন, আপনারা শান্তিপুর্ন ভাবে দূর্গাপূজা উদযাপন করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষনিক নিরাপত্তা রক্ষায় আপনাদের পাশে সব সময় থাকবে। পূজা মন্ডপে কোন বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।