নিউজ ডেস্কঃ
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (২৬ নভেম্বর) রবিবার বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগের পক্ষ থেকে ২৯৮টি আসনে নৌকার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত কে নৌকার প্রার্থী মনোনয়ন করায়,আব্দুল্লাহ আল কায়সারকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হাজী আব্দুস সাত্তার।
এক অভিনন্দন বার্তায় আব্দুস সাত্তার বলেন, ‘আমরা অনেক খুশি। কারণ আমাদের আশা ও আকাঙ্খার প্রতিফলন ঘটলো এবং সত্যিকার অর্থে একজন যোগ্য নেতাকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে বলে আমরা মনে করি। এজন্য আমরা বঙ্গবন্ধু কন্যা ও জননেত্রী শেখ হাসিনাকে সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় নেতা কায়সার ভাই ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিপক্ষ হেভীওয়েট প্রার্থীকে ৯৩ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে নৌকার বিজয় ছিনিয়ে এনেছিলেন। পুনরায় কায়সার ভাইকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ আছি এবং আবারো নৌকার বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ’।