শাহিন সাকিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা কৃষকলীগের শান্তি ও উন্নয়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত। সোনারগাঁ উপজেলা কৃষকলীগের আয়োজনে শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের আহবায়ক এস এম ওয়াজেদ আলী খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ম সদস্য সচিব বিএম কামরুজ্জামান, সদস্য হাজী আবুল কাশেম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি, উপজেলা শ্রমিকলীগের কৃষকলীগের সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম, আবু হানিফ , কাশেম সম্রাট, রানা আহমেদ, মো: ইলিয়াস মিয়া, এড. অঞ্জন দাস, কুলসুম খান, এড. তাছলিমা জাহান পপি , নুপুর আক্তার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের মানব ও উপসম্পাদক নাজমুল হাসান, আওয়ামী নেতা আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা , ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সোহান মোল্লাসহ প্রমুখ। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলে এসেছে। বর্তমান শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। সকল ভেদাভেদ ভুলে আগামী ৭ জানুয়ারী নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।
সভা শেষে উপজেলা কৃষকলীগের শেখ আলমগীর হোসেনকে আহবায়ক ও নাজমুল হাসানকে সদস্য সচিব করে ৪১ সদস্যের একটি নির্বাচনী কমিটি ঘোষনা করা হয়।