সোনারগাঁয়ে মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শাহিন সাকি ঃ
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলায়,পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির আয়োজনে ও ১২ টি সংগঠনের সমন্বয়ে।পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির কার্যলয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১০ ডিসেম্বর) রবিবার সকাল১১ ঘটিকায় মোগড়াপাড়া চৌরাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির অফিসের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে একটি র্যালী বের করে কয়েকটা সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অফিসের র্যালীটি শেষ হয়।
পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে ও মহাসচিব মীযানুর রহমানের পরিচালনায় র্যালীতে, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির পরিচালক আবদুল বাতেন সরকার,পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির সহ- সভাপতি মনির হোসেন,
নারায়ণগঞ্জ জেলা এনজিও নেটওয়ার্ক এর উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী এডভোকেট নুরজাহান,নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি আবদুল্লাহ আল মামুন,বাংলাদেশ ফায়ার সার্ভিস সোনারগাঁ স্টেশন মাষ্টার সুজন হাওলাদার, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুনা আক্তার,এশিয়ান নারী ও শিশু অধিকার নারায়ণগঞ্জ শাখার সভাপতি এম এ মহিন সরদার,সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,জনকল্যাণ সাংস্কৃতিক সংঘ এর সাধারন সম্পাদক মো. শাহিন সাকি, সহ- সংগঠনিক সম্পাদক পারভেজ আহম্মেদ,সদস্য রেশমা আক্তার, সনমান্দী জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ফয়সাল,আলোর দিশারী সংসদ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ফয়সাল,সমাজ কল্যাণ সম্পাদক রবিন,শায়খ আবু তাওয়ামা সংসদের সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ মাহমুদ সহ প্রমুখ ।