
নিউজ ডেস্কঃ মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলাদেশের বিজয় অর্জিত হয়।
এ বিশেষ দিবস উপলক্ষ্যে বন্দর উপজেলা মদনপুর ইউনিয়ন ম্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আক্তার হোসেন জানান ‘বন্দর উপজেলা ও মদনপুর ইউনিয়নের সর্বস্তরের সকলকে এবং আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।
এ বিজয় আমাদের গর্বের ও আনন্দের। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর বুকে লাল-সবুজের পতাকা নিয়ে আরেকটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাড়ায়। প্রায় দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ, বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে, ত্রিশ লাখ মানুষের অপমৃত্যু, লাখো নারীর সম্মান আত্মবলী দিয়েই আমাদের স্বাধীনতা। তাদেরকে হাঁরানোর শোককে শক্তিতে রূপান্তর করে দেশ গড়ার কাজে আমরা মনোনিবেশ করতে চাই।
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বো ইনশাআল্লাহ’।