শাহিন সাকি ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ এই পথচলায় মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ৪ জানুয়ারি, সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটার অনুষ্ঠানে অংশ নেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাশেদ ও সাবেক সাধারণ সম্পাদক রাসেল মাহামুদ, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও যুগ্ন সাধারণ সম্পাদক এম এ সালামসহ বিভিন্ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।