নিউজ ডেস্ক:
গোহাট্টা এলাকায় মাদক, সন্ত্রাস, চোর-ডাকাতদের সতর্ক করে তাদের বিরুদ্ধে নজরদারি রাখার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে গোহাট্টা এলাকাবাসী।
শনিবার (১৩ই জানুয়ারি) সকাল ১০ টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও মোগরাপাড়া ইউনিয়ন গোহাট্টা এলাকায় মাদক, সন্ত্রাস, চোর-ডাকাতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতে উঠান বৈঠক করেছে তারা।
উক্ত উঠান বৈঠক বলেন, কাল থেকে গোহাট্টা এলাকায় কোন মাদকসেবন বা মাদক ব্যবসা চলবে না। সন্ত্রাসী, চুরি-ডাকাতি চলবে না। যদি চলে তাহলে তাদের এলাকাবাসীর পক্ষ থেকে আইনের আওতায় আনা হবে, এই এলাকা থেকে তাদের উচ্ছেদ করে দেয়া হবে।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক রাসেল মাহমুদ, উপজেলা আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, মেরাজ হোসেন, মো: শাওন, মো: জামাল মিয়া, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে।