নিউজ ডেস্কঃ
২৮শে ফেব্রুয়ারি রোজ বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলা চত্বরে নারায়ণগঞ্জ-৩ মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল -কায়সার হাসনাত এর কাছ থেকে দোয়া চাইলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম খোকন -বি.এ।
সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের কৃতি সন্তান সৎ ও মেধাবী ছাত্রনেতা। যিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকেন। সত্য ও ন্যায়ের পথে অবিচল রয়েছেন। তার মেধা ও কর্মদক্ষতায় ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন। তিনি সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন । তিনি সোনারগাঁও পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি হিসেবেও রয়েছেন। তাই তিনি জনগনের সেবক হিসেবে সোনারগাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার জন্য সর্বপ্রথম নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্যের কাছ থেকে দোয়া চেয়ে প্রার্থীতা ঘোষনা দিতে চান। সে জন্য কায়সার ভাইয়ের সাক্ষাৎ গ্রহন করে দোয়া চাইলেন মোঃ জহিরুল ইসলাম খোকন।পরে সংসদ সদস্য মাথায় হাত বুলিয়ে তাকে দোয়া দিলেন।
ছাত্রনেতা মোঃ জহিরুল ইসলাম খোকন বলেল,আমি ছাত্র জীবন থেকে আওয়ামীলীগ এর পরিবারের সাথে জড়িত রয়েছি। এখন পযর্ন্ত আনন্দোলন সংগ্রামে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ রয়েছে। আসন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সফলতা অর্জন করতে পারলে আশা করি মানব সেবায় নিজেকে সব সময় নিয়োজিত রাখতে পারব। ইনশাআল্লাহ