ভাষা সৈনিক নাগিনা জোহা’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গাজী এম এ সালাম ' র শ্রদ্ধা নিবেদন
মো. শাহিন ঃ ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পদক প্রাপ্ত ও সাবেক সংসদ সদস্য একেএম শামসুজ্জোহার সহধর্মীনি,নারায়ণগঞ্জ-৫ সদর ও বন্দর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ সংসদ সদস্য একেএম শামীম ওসমান মহোদয়ের রত্নগর্ভা মা ভাষা সৈনিক নাগিনা জোহা’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে,তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন,বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মদনপুর ইউনিয়নের তিনবারের সকল চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম।
৭ ই মার্চ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বন্দর উপজেলা মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়া এলাকায় নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে ভাষা সৈনিক নাগিনা জোহা’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গাজী এম এ সালাম শ্রদ্ধা নিবেদন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু,মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা,ধামগড় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য আরিফুল ইসলাম আলীনূর,অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাপ হোসেন ভূঁইয়ার,মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.আক্তার হোসেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম,ভূঁইয়া ব্রিকস এন্ড ম্যানুফ্যকচারিং এর স্বতাধিকারী ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোক্তার হোসেন ভূঁইয়া,আমান উল্লাহ আমান,
ইব্রাহিম মিয়া,এনামুল হক ভূঁইয়া আকাশ,হাবিবুর রহমান হাবিব ও শফিকুল ইসলাম শফিক মেম্বার, মদনপুর ইউপির আক্তার হোসেন মেম্বার,খলিলুর রহমান মেম্বার, নাসিমা বেগম মেম্বার,জাতীয় পার্টি,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ, অত্র স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,শিক্ষার্থীরা সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।