1. admin@newsswadeshbangla24.com : admin :
সোনারগাঁয়ে বহিরাগত সন্ত্রাসী দিয়ে জমি দখলের অভিযোগ - নিউজ স্বদেশ বাংলা
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বন্দরে মদনপুরে আল আকসা এন্টার প্রাইজ লিঃ এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে পালিত হলো বাংলা টিভি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী বন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রীর মৃত্যু বন্দরে “BLOSSOM CIRCLE” এর অফিস কার্যালয় উদ্বোধন দোয়া ও মাহফিল বন্দরে ব্লু জুম সার্কেলের অফিস কার্যালয় উদ্বোধন দোয়া ও মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে রাস্তার কাজের উদ্ধোধন করলেন: চেয়ারম্যান মামুন সোনারগাঁওয়ে মহাসড়কে সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ মাদ্রাসার ছাত্রীকে অপহরণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার বন্দরে ধামগড়ে পুকুরে গোসল করতে নেমে ৮ম শ্রেণির এক ছাত্রের মৃত্যু পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আশরাফ প্রধান

সোনারগাঁয়ে বহিরাগত সন্ত্রাসী দিয়ে জমি দখলের অভিযোগ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

নিউজ ডেস্কঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বহিরাগত সস্ত্রাসী দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। পিরোজপুর ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরে স্থানীয় মোজাম্মেল হক দুলালের ক্রয়কৃত সম্পত্তি ভুয়া দলিলের মাধ্যমে জোড়পূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠে। এঘটনায় ভুক্তভোগী মোজাম্মেল হক দুলাল গত বুধবার রাতে বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মোজ্জামেল হক দুলাল সাড়ে ৪ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন। কিন্তু গত কয়েকদিন ধরে পাশ্ববর্তী জৈনপুর গ্রামের প্রভাবশালী ওয়ালিউল্লাহ মিয়া ও স্ত্রী শাহনাজ পারভীন ও মেয়ে নাইমা রহমান তাদের সম্পত্তি দাবি করেন। এ নিয়ে কয়েক দফায় বিচার সালিশ বসা হয়। ওই দুলাল জমি সাড়ে ৪শতাংশ জমির মালিক হন। কিন্তু প্রতিপক্ষ ওয়ালিউল্লাহ মাত্র দেড় শতাংশের মালিক হন। ওয়ালিউল্লাহ মিয়া পুরো সম্পত্তি দাবি করে ওই জমি দখলের চেষ্টা করেন। গত এক সপ্তাহ আগে জমির মালিক দুলাল ঘর নির্মাণ করতে যান সেখানে তারা বাধা দেয়। গত বুধবার পুনরায় ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ অলিউল্লাহ মিয়া মুন্সিগঞ্জের চর বালাকি এলাকা থেকে বাহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে তাদের ঘরবাড়ি নির্মাণে বাঁধা দেয়। এসময় অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এঘটনায় ভূক্তভোগী দুলাল গত বুধবার রাতে নিরাপত্তা চেয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
ভূক্তভোগী মোজাম্মেল হক দুলাল জানান, ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে জমি ভোগদখল করে আসছি। হঠাৎ জমিতে ঘর নির্মাণ করতে গেলে পার্শ্ববর্তী গ্রামের অলিউল্লাহ ও তার স্ত্রী তাদের জমি দাবি করে বহিরাগত সন্ত্রাসী এনে কাজে বাঁধা দিয়ে হুমকি দেয়। একাধিকবার মিমাংসার চেষ্টা করা হলে তারা সিদ্ধান্ত মানতে রাজি হয়নি।
অভিযুক্ত অলিউল্লাহ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি তার ক্রয়কৃত সম্পত্তি দখলের জন্য গিয়েছেন। এ জমি আমাদের। দুলাল এ জমির মালিক না। আমরাও থানায় অভিযোগ দিয়েছি।
সোনারগাঁ থানার (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, জমি সংক্রান্ত জটিলতায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছেন। স্থানীদের উভয় পক্ষের দলিল পত্র পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ স্বদেশ বাংলা
Theme Customized By Shakil IT Park