মো. শাহিন ঃ নারায়ণগঞ্জ বন্দরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে,উপজেলা বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি,আসন্ন বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ পক্ষে,মদনপুরে দোয়াত কলম মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করলেন,বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মদনপুর ইউনিয়নের তিন বারের সফল চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম।
২৯ এপ্রিল রবিবার রাত ৭ ঘটিকার সময় মদনপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের বটতলা আন্দীর পাড় এলাকায়,বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ পক্ষে, দোয়াত কলম মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ পক্ষে দোয়াত কলম মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন উপলক্ষে বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মদনপুর ইউনিয়নের তিন বারের সফল চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম কে মদনপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.সোহেল এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
এবং ১ নং ওয়ার্ডের মদনপুর হাজীবাড়ী,৯ নং ওয়ার্ডের কাইনলীভিটা ও দোয়াত কলম মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন,বন্দর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.জুয়েল ভুইয়া,বন্দর উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আজিজ দেওয়ান,মদনপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.সোহেল,মদনপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সফিকুল ইসলাম সফিক,মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.আক্তার হোসেন,সহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।