নিউজ ডেস্ক ঃ সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে, বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগীতায় অনুষ্ঠানে,ইংরেজি উপস্থাপনা ৩ টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে ৩টি ক্যাটাগরিতেই ১ম স্থান অধিকার করেছে,সোনারগাঁও সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ও ধামগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃতি সন্তান মো. হানজালাল প্রধান।
৬ জুন বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলা অডিটোরিয়াম পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জাতীয় শিক্ষা সাপ্তাহ -২০২৪ অনুষ্ঠানে ৩টি ক্যাটাগরিতেই ১ম স্থান অধিকার করায় ,সোনারগাঁও সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মো. হানজালাল প্রধানকে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত উনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম স্যার,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।