নিউজ ডেস্ক ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম উপজেলা পরিষদ কার্যালয়ে প্রথম কার্যদিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা কাঁচপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন তুফুর নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে বিশাল মিছিল নিয়ে উপজেলা চত্বরে উপস্থিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী সহ মোগরাপাড়া চৌরাস্তা ও থেকে প্রথমে জমায়েত হয়ে আওয়ামীলীগ নেতা লীগ নেতা তোফাজ্জল হোসেন তুফু নেতাকর্মীদের নিয়ে একটি বিজয় মিছিল করে, নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম এর উপজেলা পরিষদ কার্যালয়ে প্রথম কার্যদিবস নেতাকর্মী নিয়েউপজেলা চত্বরে উপস্থিত হয়েছে।
এসময়ে উপজেলা চত্বর প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী,মহিলা ভাইস ফরিদা পারভীন শ্যমলী চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি মনির হোসেন, বাংলাদেশ শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা ফিরোজ হোসাইন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দীপ, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি গাজী মজিবুর রহমান,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল মাহমুদ, মোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সদস্য সামসুজ্জামান সামসু,জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হামিম শিদার শিপলু,সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন শাবু, সহ দলীয় নেতা-কর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।