নিউজ ডেস্ক ঃ আগামী ২৭ জুলাই মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী (১১ জুলাই) বৃহস্পতিবার সকাল ১১টায় বন্দর উপজেলা নির্বাচন অফিসার তথা মুছাপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন ২০২৪ এর রিটার্নিং অফিসার রিয়াজ আহমেদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছেন।
যেখানে চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান শুভ মোটর সাইকেল প্রতীক পেয়েছেন। তাছাড়া মোসামৎ নার্গিস আক্তার টেলিফোন, মোঃ আলী হোসেন ঘোড়া, মোঃ ইসমাইল হোসেন অটোরিকশা ও মোঃ হানিফ কবির আনারস প্রতীক পেয়েছেন।
উল্লেখ্য, বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে মোঃ মাকসুদ হোসেন পদত্যাগ করেন এবং তিনি বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ফলে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূণ্য হয়ে যায়।