নিউজ ডেস্ক ঃ আসন্ন বন্দর উপজেলাধীন মুছাপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান শুভকে বিজয়ী করার লক্ষ্যে সোমবার বাদ মাগরিব অত্র ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজুরবাগ বাগানবাড়ি এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান শুভ বলেন, ‘আপনারা বিবেক খাটিয়ে সিদ্ধান্ত নিবেন। সকলের সাথে মিলেমিশে আছি এবং সারাজীবন একসাথে থাকতে চাই। মাকসুদ চেয়ারম্যানের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাকে বিজয়ী করুন। সবাইকে সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করবো ইনশাআল্লাহ। যারা জনগণের উন্নয়ন না করে জনগণকে বঞ্চিত করেছে, তারা এখন চেয়ারম্যান প্রার্থী হয়েছে। উন্নয়ন কিভাবে করতে হয় তা আমরা জানি। সেই উন্নয়নের স্বার্থে আমাকে মোটর সাইকেল মার্কায় মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করুন’।
এসময় সমাজসেবক তাওলাদ মাহমুদের সভাপতিত্বে ও শাহজালাল মাস্টারের সঞ্চালনায় সাবেক মেম্বার নুরুদ্দিন, সমাজসেবক আঃ কাদির, সুলতান মিয়া, নেসার উদ্দিন, লিটন, আলী হোসেন, আঃ বাতেন, তালেব হোসেন, জুয়েল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা, সর্বসাধারণ ও মোটর সাইকেল মার্কার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।