বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন হারুনুর অর রশিদ লিটন
নিউজ স্বদেশ বাংলা ডেক্স ঃ
১ সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই বিশেষ দিন উপলক্ষ্যে বিএনপি’র সকল নেতা-কর্মীদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা ও স্বার্থকতা কামনা করেছেন,বন্দর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মো. হারুনুর অর রশিদ লিটন।
গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে উভয়ে জানান, ‘তৎকালীন প্রেসিডেন্ট ও আমাদের প্রাণপ্রিয় নেতা জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রাণপ্রিয় সংগঠন বিএনপি’র নেতৃত্বে সকল আন্দোলনে সংগ্রামে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে চলছি এবং আগামী দিনেও সকল আন্দোলন সংগ্রামে আমি অগ্রণী ভূমিকা রাখবো । আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম সহ ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করে যাচ্ছি।