বন্দরে ধামগড় ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের কামতাল তদন্ত কেন্দ্রর ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক ঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলা ধামগড় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে কামতাল তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোখলেসুর রহমানের সৌজন্য সাক্ষাৎ। ১৬ই সেপ্টেম্বর শুক্রবার রাত ৮.০০ঘটিকার সময় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আইসি মোখলেসুর রহমানের সাথে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। সেই সাথে আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ও এলাকার জনগনের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে করনীয় কি সে বিষয়ে আলোচনা হয়ে।
এ সময় উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ আমির হামজা, সাবেক ছাত্রদল সহ-সভাপতি মোস্তফা মেম্বার, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জামান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম কাসেম, মজিবুর রহমান, জামাল হোসেন, জাহাঙ্গীর, সালাউদ্দিন ও জামাল হোসেন। এ সময় ইনচার্জ মোখলেসুর রহমান এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।