বন্দরে প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ
নিউজ ডেস্ক ঃ
দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে বন্দরের শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও আওয়ামী লীগ নেত্রী খন্দকার শামীমা আক্তার মুন্নীর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের হালুয়াপাড়া-দশদোনা এলাকায় অত্র স্কুল প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়েছে। এ মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরা ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ‘বন্দর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা আক্তার মুন্নী দলীয় প্রভাবে শেখ জামাল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তার দলীয় প্রভাব বিস্তার, একক সিদ্ধান্ত বাস্তবায়ন,দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে অত্র স্কুলের ম্যানেজিং কমিটি তাকে বরখাস্ত করে। বরখাস্তকৃত প্রধান শিক্ষিকাকে স্কুলে পুনর্বহাল করতে একটি মহল তদবির চালাচ্ছে। দুর্নীতিবাজ শিক্ষিকার পদত্যাগের দাবি জানাচ্ছি’।