নিউজ ডেস্ক ঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বন্দরের ধামগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৭ জানুয়ারী মঙ্গলবার সকালে ইস্পাহানী বাজার থেকে গকুলদাসেরবাগ চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন দোকানপাটের ক্রেতা ও বিক্রেতা এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
এসময় ধামগড় ইউপি’র ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল এবং বিশেষ অতিথি হিসেবে বন্দর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বিল্লাল হোসেন উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন। এসময় ধামগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ আবুল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক গাজী আমির হামজা, বাদল রহমান ও আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ও মঞ্জুরুল হক, সদস্য আবু তালেব, ধামগড় ইউপি’র সাবেক মেম্বার আব্দুল মোতালিব ও মোস্তফা কামাল, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন, ধামগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মোঃ বাহাউদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা কবির হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা রজ্জব আলী ও হোসেন আলী, ৬নং ওয়ার্ড বিএনপি নেতা শাহ জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন, সহ-সভাপতি মিজানুর রহমান বাদল ও মানিক, ধর্ম সম্পাদক আঃ কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল, ২৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি সফর আলী সহ ধামগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।