1. admin@newsswadeshbangla24.com : admin :
এটাই বাংলাদেশ, যেখানে মুসলমানরা মন্দির পাহারা দেয়: সংস্কৃতি উপদেষ্টা ফারুকী - নিউজ স্বদেশ বাংলা
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বন্দরে মদনপুরে আল আকসা এন্টার প্রাইজ লিঃ এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে পালিত হলো বাংলা টিভি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী বন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রীর মৃত্যু বন্দরে “BLOSSOM CIRCLE” এর অফিস কার্যালয় উদ্বোধন দোয়া ও মাহফিল বন্দরে ব্লু জুম সার্কেলের অফিস কার্যালয় উদ্বোধন দোয়া ও মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে রাস্তার কাজের উদ্ধোধন করলেন: চেয়ারম্যান মামুন সোনারগাঁওয়ে মহাসড়কে সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ মাদ্রাসার ছাত্রীকে অপহরণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার বন্দরে ধামগড়ে পুকুরে গোসল করতে নেমে ৮ম শ্রেণির এক ছাত্রের মৃত্যু পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আশরাফ প্রধান

এটাই বাংলাদেশ, যেখানে মুসলমানরা মন্দির পাহারা দেয়: সংস্কৃতি উপদেষ্টা ফারুকী

  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৪০ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ
নারায়ণগঞ্জে লালনমেলা-পালাগান বন্ধ ও মাজারগুলোতে হামলার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ৫ আগস্টের পর অন্যরকম পরিস্থিতির ভেতর দিয়ে গেছে। ১৫-২০ দিন কোথাও পুলিশের এক্টিভিটিস দেখা যায়নি। কিন্তু আমরা ওইসময় যা করেছি মোসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। আমরা নিজেরা নিজেদের মহল্লা পাহারা দিয়েছি, আমরা নিজেরা নিজেদের পাশে দাড়িয়েছি। এটাই মূলত বাংলাদেশ, এটাই বাংলাদেশের স্প্রিড। আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়াব। এতে কার ধর্মীয় পরিচয় কি, কার অন্য পরিচয় কি এটার দিকে আমরা তাকাবো না। এটা সরকারেরও দার্শনিক। আমরা সব ধর্ম সব বর্ণ যার যা পরিচয় এই পরিচয়ের ভিত্তিতে আমরা কেউ কাউকে আলাদা করবো না। সবার পাশে আমরা থাকবো। তবে, সাংস্কৃতিক পোগ্রামকে কেন্দ্র করে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এটা অস্বীকার করছি না। সেইসব বিষয় সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ বৈচিত্রের জায়গা, বৈচিত্র রক্ষার্থে সরকার কাজ করবে। এটার জন্য পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।

আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ূরপঙ্খী লোকজ মঞ্চে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

তিনি বলেন, যেকোনো জাতির জন্যে সামনে এগিয়ে যাওয়াটাই দক্ষতা। সামনে এগিয়ে যেতে গেলে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পেছনে কোন রাস্তা ফেলে এসেছি, কোন রাস্তা দিয়ে হেটে এসেছে জাতি এটা নজরে রাখে। এটার দিকে নজর রাখার কাজ লোকজ ও কারুশিল্প ফাউন্ডেশনের। এ মেলায় আমাদের খেয়াল রাখার জন্য, এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা কোন জায়গা থেকে ফিরে এসেছি।

জাদুঘর এলাকা উন্নয়ন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলে, আমরা তো এখানে মাত্র এসেছি, এসেই প্রথমে যে উপলব্ধিটা করেছি। এখানে আসার মূল বাঁধা হচ্ছে প্রবেশ সড়কটা সরু। ফলে মানুষের সমস্যা হয়। এটা আমরা চাইলে আজকেই সমাধান করতে পারবো না। কিন্তু আমরা এই সমস্যাটা চিহ্নিত করেছি এটার কাজ আমরা করতে চাই। এখানকার রাস্তা প্রশস্ত করতে চাই। এর কারণ ঢাকাসহ বাংলাদেশে সব প্রান্তের মানুষজন স্বাচ্ছন্দ্যে আসতে পারে। পাশাপাশি বিদেশি যারা আসবেন তারাও জেনে গাড়ি নিয়ে সরাসরি প্রবেশ করতে পারে। 
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুল রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ স্বদেশ বাংলা
Theme Customized By Shakil IT Park