নিউজ ডেস্ক ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোহাম্মদ আলী নামের এক ডেনমার্ক প্রবাসীকে অপহরণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক মিয়া হত্যা মামলার আসামী সামসুজ্জামান মোল্লা রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সামসুজ্জামান মোল্লা রনি সাতভাইয়া পাড়া গ্রামের মৃত আব্দুল বাসেত মিয়ার ছেলে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক মিয়া হত্যা মামলার ১৩৫নং আসামী। তবে রনি মোল্লার পরিবারের পক্ষ থেকে অপহরণের বিষয়টি অস্বীকার করেছেন। মোহাম্মদ আলী ডেনমার্কে লোক পাঠানোর কথা বলে সামসুজ্জামান রনির কাছ থেকে ৯০ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরে রনি তাকে পেয়ে ডেকে নিয়ে এনে টাকা উদ্ধারের চেষ্টা করেন।
পুলিশ জানায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামের মৃত আব্দুল বাসেত মিয়ার ছেলে সামসুজ্জামান মোল্লা রনির সাথে মদনপুর চাঁনপুর গ্রামের ডেনমার্ক প্রবাসী মোহাম্মদ আলীর সাথে পূর্ব শত্রুতার চলে আসছিল। পরে গত ২৫ জানুয়ারী শনিবার মদনপুর এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায়। তাকে মুক্তিপন হিসেবে এক কোটি টাকা দাবি করা হয়। এঘটনায় অপহৃত প্রবাসীর স্ত্রী শরমিলা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। পরে গতকাল বৃহস্পতিবার সকালে সাতভাইয়া পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় সামসুজ্জামান রনিকে গ্রেপ্তার করে। তবে অপহৃত প্রবাসীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
স্থানীয় বাসিন্দা হাসান মাহমুদ জানান, রনি মোল্লা বিদেশে লোক পাঠানোর আদম ব্যবসার সাথে জড়িত। গত ৫-৬ মাস যাবত সোনারগাঁয়ের বেশ কিছু মানুষকে ইউরোপে পাঠানোর কথা বলে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী বলেন, সামসুজ্জামান রনি মোল্লাকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলা রয়েছে। তাকে আগামীকাল অপহরণের মামলায় আদালতে প্রেরণ করা হবে এবং পরবর্তীতে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে৷