1. admin@newsswadeshbangla24.com : admin :
এদেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত, এদেশের মানুষ তরুণ নেতৃত্বকে বরণ করে নিতে চায়: নুরুল হক নুর - নিউজ স্বদেশ বাংলা
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বন্দরে মদনপুরে আল আকসা এন্টার প্রাইজ লিঃ এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে পালিত হলো বাংলা টিভি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী বন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রীর মৃত্যু বন্দরে “BLOSSOM CIRCLE” এর অফিস কার্যালয় উদ্বোধন দোয়া ও মাহফিল বন্দরে ব্লু জুম সার্কেলের অফিস কার্যালয় উদ্বোধন দোয়া ও মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে রাস্তার কাজের উদ্ধোধন করলেন: চেয়ারম্যান মামুন সোনারগাঁওয়ে মহাসড়কে সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ মাদ্রাসার ছাত্রীকে অপহরণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার বন্দরে ধামগড়ে পুকুরে গোসল করতে নেমে ৮ম শ্রেণির এক ছাত্রের মৃত্যু পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আশরাফ প্রধান

এদেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত, এদেশের মানুষ তরুণ নেতৃত্বকে বরণ করে নিতে চায়: নুরুল হক নুর

  • প্রকাশিত সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক ঃ
আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তাই এদেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত, এদেশের মানুষ তরুণ নেতৃত্বকে বরণ করে নিতে প্রস্তুত। আ’লীগের মতো পুরনো ধারার রাজনীতি আর চলবেনা। আজকে রাজনৈতিক নেতৃবৃন্দদের বলবো আজকে আ’লীগ থেকে শিক্ষা নিন। এতো বড় দল হয়েও আজ ভাত না খেয়ে, লুঙ্গি গামছা ছাড়া তারা সীমান্ত দিয়ে ভারত পালিয়েছে।

শনিবার (১লা ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনারগাঁ পৌরসভা মাঠে রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সরকারের তিনি উদ্দেশ্যে বলেন, আজকে আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যকর ভূমিকা তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে,বাজারের দ্রব্যমূল্যের যে উর্ধগতি ও দেশের মৌলিক পন্যের উপর শুল্ক বাড়িয়ে আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ গণবিরোধী অবস্থান থেকে আপনারা সরে আসবেন অন্যথায় জনগনের ক্ষোভে দিশেহারা হয়ে যাবেন। চলমান পরিস্থিতিতে প্রশাসনের দায়িত্ব হিনতা, দ্রব্যমূল্যের উর্ধগতি, বিমান ভাড়া নিয়ে প্রবাসীদের হয়রানি বন্ধে অর্তবর্তী সকারের কাছে আহবান জানান নুর৷

আ’লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,তোমাদের নেতারা লুঙ্গি-গামছা ছাড়াই দেশ ছেড়ে পালিয়েছে আর তোমরা এখন লিফলেট বিলি করবা,হরতাল করবা। রাস্তায় নেমে দেখো জনগণ দলবল নির্বিশেষে তোমাদের কঠোর হস্তে প্রতিহত করবে।

তিনি সোনারগাঁয়ে উদ্দেশ্যে বলেন, মেঘনা নদীর চারপাশে অবৈধ দখলদার ও চাঁদাবাজ কারা? ১৬ বছর ক্ষমতায় থেকে যারা দখলবাজী ও চাঁদাবাজী করেছে সেই আওয়ামী সরকার জামা কাপড় ছাড়া পালিয়ে যাওয়ার পর এখনো চাঁদাবাজী ও দখলবাজী চললে তা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হাজার হাজার শহীদদের সাথে বেইমানি করা হবে।
গণঅধিকার থেকে সহ-সভাপতি সোনারগাঁয়ের সন্তান আগামী নির্বাচনে এই আসনে অংশগ্রহণ করবে। যদি আপনারা তাকে যোগ্য মনে করেন ভোট দিয়ে গণমানুষের অধিকার নিয়ে কাজ করার সুযোগ করে দিবেন।

কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কির সভাপতিত্বে ও জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব একেএম সাইদুজ্জামান ও জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো:মহিবুল্লাহ’র সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মূখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সম্পাদক নাজমুল হাসান,বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী,আবু হানিফ,তোফাজ্জল হোসেন, রাহুল আরফানসহ গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ স্বদেশ বাংলা
Theme Customized By Shakil IT Park