মো. শাহিন সাকি ঃ
৩ ফেব্রুয়ারি সোমবার রাত ৯ টা সময় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কাজীপাড়া ইডেন গার্ডেনের মাঠ প্রাঙ্গণে কাজীপাড়া K,P,L প্রিমিয়াম লীগের উদ্যােগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ধামগড় ইউনিয়ন ১ নং প্যানেল চেয়ারম্যান মো.বাবুল হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক সফিকুল ইসলাম,জনকল্যাণ সাংস্কৃতিক সংঘের সাধারন সম্পাদক ও সাংবাদিক মো.শাহিন।
এসময়ে সফিকুল ইসলাম বক্তব্যে বলেন,মাদক থেকে তরুণদের রক্ষা করতে বর্তমান সময়ে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের সমাজে বর্তমানে মাদক ভয়াবহ আকার ধারণ করেছে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, যখন যুবসমাজ খেলাধুলায় মগ্ন থাকবে,তখন অন্য কাজে মন যাবে না। অলস সময়ে খারাপ কাজে না থেকে যদি খেলাধুলা করো,তাহলে তোমরা সুস্থ থাকবে,সমাজ সুস্থ থাকবে।
উক্ত খেলায় অংশগ্রহণে কামরাবো একাদশ বনাম মদনপুর একাদশ,পরস্পরের মুখোমুখি হয়ে,মদনপুর একাদশ কে ০ -১ গোলে হারিয়ে বিজয়ী হন কামরাবো একাদশ।
কাজীপাড়া K.P.L প্রিমিয়ামলীগের সিজন ১ -খেলার আয়োজক ও পরিচালনায় ছিলেন,মোঃ রানা,তানভির,ইমন, ছাইদুল।
খেলার রেফারি দায়িত্ব ছিলেন,মোঃ বিজয়।
উক্ত খেলায় ধারাভাষ্যকার ছিলেন,মো.রিপন হোসেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, বাচ্চু মিয়া,দ্বীন ইসলাম,সহিদুল ইসলাম কাশেম,জামাল,জাহাঙ্গীর, কামরুল ইসলাম সহ তরুন সমাজ ও এলাকাবাসী ও ক্রীড়ামোদি শত শত দর্শকরা উপস্থিত ছিলেন।