নিজেস্ব প্রতিবেদক ঃ
দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ না করতে পারলে দলের বদনাম হবে। আগামীতে বিএনপি জনগণের কাছে কোন মুখে ভোট চাইতে যাবেন।
এগুলো করলে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। সোনারগাঁয়ে একটি মহল রাজনীতির নামে টাকা কামানোর ধান্দায় নেমেছেন। রাজনীতি হতে হবে মানুষের কল্যাণে। অপ রাজনীতি করলে প্রতিরোধ গড়ে তোলা হবে। যারা অপকর্ম করছেন তাদের আমলনামা দলের সিনিয়র নেতাদের কাছে আছে। আমরাও দিবো। এখনো সময় আছে ভালো হয়ে মানুষের কল্যাণের রাজনীতিতে ফিরে আসুন।
শুক্রবার বিকেলে কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সজাগ দৃষ্টিতে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
বক্তব্য রাখেন, সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসমিন নোবেল, যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, আশরাফ প্রধান, পনির হোসেন প্রমুখ।
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নে ওই এলাকায় লিফলেট বিতরণ করা হয়।