নিউজ ডেস্ক ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মহত্যা করেছে তরুণ এমবিবিএস ডাক্তার মো. রেদোয়ান অনিক(২৬)।
মঙ্গলবার (২২এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ভবনাথপুর এলাকায় নিজ বাড়িতে, ভবনাথপুর এলাকার আশেক আলী ও ফরিদা দম্পতির ছেলে রেদোয়ান অনিকের লাশ এসে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে অনিক পারিবারিক কলহের জেরে রাতের কোন এক সময় কিটনাশক পান করলে তাকে উদ্ধার’ করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল সোমবার রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোনারগাঁ থানার (তদন্ত ওসি) রাশেদুল হাসান খাঁন বলেন,’পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে’।