1. admin@newsswadeshbangla24.com : admin :
নারায়ণগঞ্জে নবায়নযোগ্য শক্তির দাবিতে মানববন্ধন: নীতিমালা সংস্কারের জোর দাবি - নিউজ স্বদেশ বাংলা
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বন্দরে মদনপুরে আল আকসা এন্টার প্রাইজ লিঃ এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে পালিত হলো বাংলা টিভি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী বন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রীর মৃত্যু বন্দরে “BLOSSOM CIRCLE” এর অফিস কার্যালয় উদ্বোধন দোয়া ও মাহফিল বন্দরে ব্লু জুম সার্কেলের অফিস কার্যালয় উদ্বোধন দোয়া ও মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে রাস্তার কাজের উদ্ধোধন করলেন: চেয়ারম্যান মামুন সোনারগাঁওয়ে মহাসড়কে সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ মাদ্রাসার ছাত্রীকে অপহরণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার বন্দরে ধামগড়ে পুকুরে গোসল করতে নেমে ৮ম শ্রেণির এক ছাত্রের মৃত্যু পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আশরাফ প্রধান

নারায়ণগঞ্জে নবায়নযোগ্য শক্তির দাবিতে মানববন্ধন: নীতিমালা সংস্কারের জোর দাবি

  • প্রকাশিত সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৮ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ
নারায়ণগঞ্জে নবায়নযোগ্য শক্তির দ্রুত বাস্তবায়নের দাবিতে ESADS-এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নীতিমালা সংস্কার, স্মার্ট গ্রিড বাস্তবায়ন ও “বিদ্যুৎ নেই, বিল নেই” নীতি কার্যকরের আহ্বান জানানো হয়।
বাংলাদেশে শতভাগ নবায়নযোগ্য শক্তির লক্ষ্য অর্জনে নীতিমালা সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো এক জোরালো মানববন্ধন। সোনারগাঁয়ের মোগরাপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেয় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি (ESADS)। সহযোগিতায় ছিলো কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)।
এদিনের কর্মসূচিতে পরিবেশকর্মী, সচেতন নাগরিক ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে গঠিত মানববন্ধনে ব্যানার ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে তুলে ধরা হয় নবায়নযোগ্য শক্তির পথে বিদ্যমান চ্যালেঞ্জগুলো। বক্তারা বলেন, “পুরনো অবকাঠামো, অনুমোদনের জটিলতা, বিনিয়োগ ঝুঁকি এবং নীতির দুর্বল বাস্তবায়ন নবায়নযোগ্য খাতের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।”

এসময় বক্তারা ৬দফা দাবি পেশ করেন ১। একক সেবা কেন্দ্র (One Stop Service) চালু করে দ্রুত প্রকল্প অনুমোদনের ব্যবস্থা। ২। স্মার্ট গ্রিড ও নেট এনার্জি মিটারিং (NEM) বাস্তবায়নের মাধ্যমে গ্রিড আধুনিকীকরণ। ৩। বিদ্যুৎ বাজেটের ২০% নবায়নযোগ্য শক্তিতে বরাদ্দ। ৪। ব্যাংকিং খাতের ২৫% জ্বালানি অর্থায়ন নবায়নযোগ্য প্রকল্পে নির্ধারণ। ৫। আমদানি শুল্ক হ্রাস ও ট্যারিফ শর্ত বাতিল। ৬। “বিদ্যুৎ নেই, বিল নেই” নীতির কার্যকর বাস্তবায়ন।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি (ESADS) এর চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বলেন,
“এই আন্দোলন নারায়ণগঞ্জের সবুজ ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের প্রতীক। এটি কেবল প্রযুক্তিগত নয়, বরং জীবনমান, জলবায়ু সহনশীলতা এবং অর্থনৈতিক স্বার্থের প্রশ্ন।”
ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট-এর প্রতিনিধি বলেন, “আমাদের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জন্য নবায়নযোগ্য শক্তি শুধু বিকল্প নয়—এটি টিকে থাকার হাতিয়ার।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি (ESADS) এর মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁ কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ ফজলুল হক ভূইয়া, মনির হোসেন, সাংবাদিক মিমরাজ, মোক্তার হোসেন, জহিরুল ইসলাম জহির, ইমরান, মোঃ হামীম, মোঃ সিফাতসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ স্বদেশ বাংলা
Theme Customized By Shakil IT Park