নিউজ ডেস্ক ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ডাকাত ও ছিনতাইকারী চক্রের মূল হোতা জঙ্গি সোহানের প্রধান সহযোগী ডাকাত হাত কাটা আমজাদকে(২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমজাদ উপজেলার বারদী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আমজাদকে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জঙ্গি সোহানের নেতৃত্বে একটি দল পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন যানবাহনে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। পুলিশ তাদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাত কাটা আমজাদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে মহাসড়কের ডাকাতি ও ছিনতাই চক্রে জড়িত ১৩ জনের নাম প্রকাশ করেছে আমজাদ। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।।