নিউজ ডেস্ক ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় আওয়ামী লীগ সমর্থকদের বাড়ি-ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ মে) সকালে রেশমা বেগম নামে এক নারী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার দিবাগত রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগকারী রেশমা বেগম জানান, চাঁদা না দেওয়ায় বিএনপির ৫০-৬০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা চালায়। ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রায় কোটি টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রেশমা বেগম বলেন, “চাঁদা না দেওয়ায় বুধবার রাতে চর হোগলা গ্রামের আব্দুল মোতালেব, শাহাদাত, নাহিদ, রাকিব, হিমেল, মহিন, জসিম, সাইফুল, পলাশ, শামীম, সেলিম, মাসুদ, রহমত উল্লাহ, ফারুক, বাবু গাজী, রিমন, আসাদুল্লাহসহ বিএনপির সন্ত্রাসী দল পরিকল্পিতভাবে আমাদের বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করে। এসময় প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।”
রেশমা আরও জানান, চর হোগলা, মধ্যচর হোগলা ও চর কিশোরগঞ্জ গ্রামের লোকজন নিয়ে বিএনপির একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল গত ৫ আগস্টের পর থেকে এলাকায় বেপরোয়া হয়ে ওঠে। এর আগেও সাধারণ লোকজনকে মারধর ও মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায় করে তারা।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, “ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”