নিউজ স্বদেশ বাংলা ডেস্ক ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুরে গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মাসুদা নামে এক নারীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় ভূমিদস্যু জসিম উদ্দিন।
এ ব্যপারে আহতের দেবর দ্বীন ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছে। জানায় গেছে, পিরোজপুর গ্রামের কালু মিয়ার ছেলে দ্বীন ইসলাম পরিবারের জমি জোরপূর্ব দখল নেওয়ার চেষ্টা করছে একই গ্রামের সামসুল হকের ছেলে জসিম উদ্দিন ওরফে জসু। পূর্বপরিকল্পত ভাবে রবিবার সকাল ১০ টার দিকে রাস্তায় আটকিয়ে দ্বীনইলামকে বেধরক মারধর করলে তার ডাকচিৎকারে তার স্ত্রী জিয়াসমিন ও তার ভাবি মাসুদা এগিয়ে এলে জসিম ও তার চাচা জহিরুল ওরফে জবুল্লা তাদেরকেও বেদরক মারপিট করতে থাকে। একপর্যায় হত্যার উদ্দেশ্যে জসিম তার হাতে থাকা দেশীয় অস্র দিয়ে মাসুদার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। গুরতর আহত অবস্থায় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ মফিজুর রহমান অভিযোগ পেয়েছেন জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।