নিউজ স্বদেশ বাংলা ডেস্ক ঃ- বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূইয়া হিরণের বিরুদ্ধে এক লক্ষ টাকা চাঁদা চেয়ে একের পর এক যে অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও এডিট বলে প্রতিবাদ জানিয়েছেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূইয়া হিরন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ লিটন। মঙ্গলবার (১৩ মে) সকাল ১১ঘটিকার সময় তার বাসভনের অফিস রুমে এই প্রতিবাদ জানান। তবে সোমবার (১২মে) নারায়নগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার(খ সার্কেল) ও বন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি)র নাম জড়িয়ে যে অডিও ভাইরাল হয় তা এডিট করা বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হিরন।অডিওতে উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম (ভূইয়া) হিরণের কন্ঠকে এডিট করে বক্তব্য ভাইরাল করা সম্পূর্ন উদ্দশ্যমূলক মিথ্যা ও ভিত্তিহীন। সভাপতি মাজহারুল ইসলাম ভূইয়া হিরন বলেন, প্রতিপক্ষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে মিথ্যা সংবাদ প্রচার করছে। তাছাড়া হিরন বলেন আমি কিসের টাকা চাইছি, আমি কোন টাকা চাইনি। এটি এডিট করা হয়েছে। গত রোজার মাসে আমার কর্মীর আত্বীয় সফরুদ্দিন নামে এক ব্যাক্তিকে মামলার জামিন করাতে এক লক্ষ টাকা ধার দিয়েছি। সেই টাকা মোবাইল ফোনে চাইতে গিয়ে তার ছেলে রেকর্ড করে ফেইসবুকে ছেড়ে দিয়েছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।