বন্দরে “BLOSSOM CIRCLE” এর অফিস কার্যালয় উদ্বোধন দোয়া ও মাহফিল
নিউজ ডেস্ক ঃ
বন্দর উপজেলা মদনপুর ইউনিয়নে নেহাল সর্দারের বাগ সামাজিক ও স্বেচ্ছাসেবী আত্মকর্মস্থান মূলক সংগঠন। ব্লুজুম সার্কেলের অফিস কার্যালয় শুভ উদ্বোধন ও দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে শুক্রবার বাদ মাগরিব নামাজের পর মদনপুর ৬ নং ওয়ার্ড, নেহাল সর্দারের বাগ লাউসার এলাকায় ব্লুজুম সার্কেলের দোয়া ও মিলাদের মাধ্যমে অফিস কার্যালয় শুভ উদ্বোধন করা হয়।
এসময়ে ব্লুজুম সার্কেলের সম্মানিত সভাপতি নূর মোস্তান সদস্যদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হয়ে উঠতে হবে। যেন সমাজের জন্য ভালো কাজ গুলো করতে পারি। আমি শিক্ষিত কিন্তু আমি অহংকারী, হিংসুক, পরনিন্দাকারী। তাহলে সমাজ কে আমি কি দিবো? অতএব সামাজিক কাজ করেন আর যেকোনো জায়গায় আপনি কাজ করেন। আপনি যদি সুন্দর ও ভালো মন মানসিকতার একটি মানুষ হন তাহলে আপনার ধারায় সমাজ এবং জাতির কল্যাণ সাধিত হবে।
এসময়ে উপস্থিত ছিলেন ব্লুজুম সার্কেলের উপদেষ্টা মো. রাসেল, সভাপতি নূরমোস্তান, সাধারন সম্পাদক মো. মারুফ হাসান, ক্যাশিয়ার মাজহারুল ইসলাম, সদস্য রিপন, মাসুদ, সোলেমান, কাউসার, রেজাউল, আবদুল্লাহ, আজিজুল, রিয়াজুল ইসলাম, ফাহিম, নুর আলম, জাহাঙ্গীর, সিফাত সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ময়মুরুব্বিগন উপস্থিত ছিলেন।